চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হতে বিশ্বরোড দিয়ে বাস ট্রাক রিক্সা যোগে ঝিলিম হযরত বুলন্দ শাহ মাজার যাওয়া যায়।
পীরশাহ আব্দুল মসহুদ নবাবগঞ্জ সদরের আমনুরায় ইসলাম প্রচার করেন।পীরের অপর নাম হযরত বুলন্দ শাহ।ঝিলিম এর পূর্বনাম ছিল আমনুরা ।আমনুরায় দীঘির পার্শ্বে এই কামেল পীরের সমাধি রয়েছে। বুলন্দ শাহ মাজারের নামে এখানে ২ টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান ২টি হলো হযরত বুলন্দ শাহ মহাবিদ্যালয় ও হযরত বুলন্দ শাহ নুরানী মাদ্রসা। প্রতি বছর দেশ বিদেশী প্রায় ১০,০০০ (দশ হাজার) পর্যটক হযরত বুলন্দ শাহ মাজার জিয়ারত করেন। এখানে প্রতি বছর নির্দিষ্ট একটি দিন ওরশ মাহফিল বসে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS