Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

    

সদর উপজেলা ওয়েব পোর্টাল

 

প্রযুক্তি প্রসারিত পৃথিবী সময়ের প্রাগ্রসর অভিযাত্রায় ক্রমশ তৃণমূল সঞ্চারী। হাতের মুঠোয় আর জনগণের দোরগোড়ায় এখন ডিজিটাল নির্মাণ-বিনির্মাণের সঞ্চালন। চক্ষু উন্মীলনেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর অন্তর্জালের (internet) পরতে পরতে মানুষের পদচারণা। যে পদচারণায় জনমূলসংলগ্ন মানুষের মুখরিত অংশীদারিত্ব। সর্বোত্তম সেবার ব্রত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ তার কর্মকান্ডকে বিস্তৃত করে দিতে চায় সর্বত্র। উপজেলা  কোনো একক ইউনিট নয়। পঁচিশ/ত্রিশটি বিভাগ আর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় প্রক্রিয়ায় উপজেলা পরিষদের কর্মকান্ড পরিচালিত হয়। তার সঙ্গে উপজেলা পরিষদের আওতাধীন বিষয়গুলো অর্নিবার্যভাবে অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ এর মূল উপজীব্য ডিজিটাল বাংলাদেশ। প্রযুক্তিগত উৎকর্ষ আর বিজ্ঞানমনস্ক চেতনা সঞ্চারে বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা তাই বদ্ধপরিকর। এরই অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ওয়েব পোর্টাল বা উপজেলা তথ্য বাতায়ন তৈরির কার্যক্রম গ্রহণ করেছে। প্রক্রিয়াধীন এ তথ্য বাতায়নের সফলতা ও সার্থকতা এর ব্যবহারকারীদের পরামর্শ ও নির্দেশনার দ্বারাই পরিশীলিত হয়ে উঠতে পারে। সংশোধন-সংযোজন-বিয়োজনের মধ্য দিয়েই এর পরিপূর্ণতা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের তথ্য বাতায়নে সকলকে স্বাগতম। যে কোন মতামত বা পরামর্শ সাদরে গ্রহণীয়। তথ্য বাতায়ন সকলের জন্য, অবারিত, সবসময়.......

   উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর, ফোনঃ ০৭৮১-৫২৩২৫, মোবাইলঃ ০১৩১৮৩২০১৪৫ , ইমেইলঃ unochapainawabganjsadar@mopa.gov.bd